ডেকে নিয়ে অচেতন করে প্রেমিকাকে ধর্ষণ

কুমিল্লার বুড়িচংয়ে দেখা করার কথা বলে ডেকে নিয়ে অচেতন করে এক কিশোরীকে (১৬) রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিক রিয়াজুল হক হামীমের (১৮) বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (৬ এপ্রিল) ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত রিয়াজুল হক হামীম বুড়িচং উপজেলার বাকশীমূল এলাকার স্কুল সংলগ্ন বাড়ির রেজাউল করিমের ছেলে।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঢাকা পোস্টকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, ভুক্তভোগী ওই কিশোরীর সঙ্গে রিয়াজুল হক হামীমের প্রেমের সম্পর্ক চলছে। রোজার মাসে শবে কদরের রাতে মোবাইলে কথা বলে দুজন গোপনে দেখা করতে যায়। এ সময় প্রেমিক হামীম তার বন্ধু রাব্বিকে সাথে নিয়ে পাশের একটি মাছের ঘেরে নিয়ে যায় ওই কিশোরীকে। গল্প করার একপর্যায়ে প্রেমিকাকে পানির সাথে চেতনানাশক খাইয়ে দেয় প্রেমিক হামীম ও তার বন্ধু রাব্বি। পরে ওই তরুণী অচেতন হয়ে পড়লে রাতভর তাকে ধর্ষণ করে প্রেমিক হামীম। ধর্ষণ শেষে অচেতন অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় প্রেমিক হামীম ও তার বন্ধু। পরে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করেন তার স্বজনরা।

বিষয়টি ওই কিশোরী পরিবারকে জানালে তার বাবা প্রেমিক হামীমের বাড়িতে বিষয়টি জানান। পরে হামীমের পরিবারের পক্ষ থেকে ওই কিশোরীকে বিয়ের আশ্বাস দেওয়া হলে বিষয়টি ধামাচাপা থাকে। সম্প্রতি প্রেমিক হামীম ওই কিশোরী ও তার পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে লাপাত্তা হয়ে যায়। পরে নিরুপায় হয়ে ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে হামীমকে আসামি করে বুড়িচং থানায় ধর্ষণের মামলা করেন।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ধর্ষণের মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরিফ আজগর/আরএআর