নরসিংদী কমিউটার ট্রেনের নরসিংদীর রায়পুরার খানাবাড়ি স্টেশনে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন এলাকার মানুষ। গতকাল খানাবাড়ি রেলস্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, দীর্ঘ সময় চেষ্টার পর ‘নরসিংদী কমিউটার’ ট্রেনটি চালু হওয়ায় নরসিংদীবাসীর জন্য অনেক উপকার হয়েছে। এ জন্য রেল উপদেষ্টা ও যারা দীর্ঘ সময় চেষ্টা করে গেছেন আমরা তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তবে অত্যন্ত দুঃখের বিষয় ট্রেনটি চালু হলেও খানাবাড়ি স্টেশনে যাত্রাবিরতি না থাকায় আমরা খানাবাড়ীবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছি। এতে আমাদের ৪টি ইউনিয়নের কয়েক লাখ লোকের যাতায়াতের ভোগান্তি হচ্ছে। আমরা রেল উপদেষ্টাসহ রেল সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি নরসিংদী কমিউনিটি ট্রেনটি যেন দ্রুত সময়ের মধ্যে খানাবাড়ী রেলস্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন— মির্জানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নুল আবেদীন, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল আলীম টিপু, ৬ নং ওয়ার্ড মেম্বার আলকাস প্রদান, ৯ নং ওয়ার্ল্ড মেম্বার দ্বীন ইসলাম, মোঃ আমির হোসেন, রায়পুরা উপজেলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ শিকদার, বিএনপি নেতা সাইফুল ইসলাম, জামিল সৈকত, মির্জা আনোয়ার হোসেন, নাজদা ইয়ার ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী নূর মোহাম্মদ, সমাজ সেবক ফারুক মিয়া প্রমুখ। 

তন্ময় সাহা/এনএফ