বরগুনার তালতলী উপজেলায় স্বামী-স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছেন। প্রথম স্ত্রী স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে তালতলী উপজেলার ৪ নম্বর শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বরগুনার বেতাগী উপজেলার পূর্ব লক্ষ্মীপুরা এলাকার বাসিন্দা শুক্কুর হাওলাদারের ছেলে মো. ইকবাল হাওলাদার এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকার বাসিন্দা লামিয়া বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। প্রথম স্ত্রীকে বাড়িতে রেখেই ঢাকায় একা বসবাস করতেন তিনি। পরে কাজের সুবাদে ঢাকায় পরিচয় হয় ডিভোর্স প্রাপ্ত পটুয়াখালীর লামিয়ার সঙ্গে। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিয়ে করেন তারা। এরপর ঈদের ছুটিতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে এলে প্রথম স্ত্রী স্বামী ইকবালের দ্বিতীয় বিয়ে মেনে নেননি। এছাড়াও প্রথম স্ত্রী স্বামী দ্বিতীয় বিয়ে করায় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে হুমকি দেন।

এ অবস্থায় ইকবাল নিজের বাড়িতে উঠতে না পেরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বড় বোনের শ্বশুরবাড়িতে ওঠেন। ওই বাড়ির একটি কক্ষেই তারা আত্মহত্যা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুজনেই আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অন্য কোনো বিষয় থাকলে ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তসাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।

মো. আব্দুল আলীম/এসএসএইচ