সিরাজগঞ্জে ট্যাংকলরি-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্বদেলুয়া ব্রিজের ওপর ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃস্পতিবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের পূর্বদেলুয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার আলোকদিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে অটোরিকশা চালক শরিফুল ইসলাম (৩২) ও ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন (৩৫)। তবে আহত তিনজনের পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, বৃহস্পতিবার বিকেলে হাটিকুমরুল গোলচত্বর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশা উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় অপরদিক বাঘাবাড়ী থেকে ছেড়ে আসা একটি ট্যাংকলরি পূর্বদেলুয়া ব্রিজে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘাতক ট্যাংকলরিটি আটক করা হলেও চারক ও হেলপার পালিয়ে গেছেন।
আরএআর