পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যেতে হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরে ঘরবন্দি হয়ে রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যেতে হবে।
মঙ্গলবার (০১ জুন) বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
বিজ্ঞাপন
এর আগে বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। এতে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন হয়েছে। এতে দুটি গ্রুপে মোট ১৮টি দল অংশ নেয়।
অংশগ্রহণকারী দলগুলো হলো- চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুর পৌরসভা, ফরিদগঞ্জ উপজেলা, মতলব উত্তর উপজেলা, মতলব দক্ষিণ উপজেলা, শাহরাস্তি উপজেলা, হাজিগঞ্জ উপজেলা, কচুয়া উপজেলা।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জনা খান মজলিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, স্থানীয় সরকারের উপপরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি মো. ইকবাল হোসেন পাটওয়ারী এবং ফুটবল উপ-কমিটির সাধারণ সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী।
উদ্বোধনী পর্বের নকআউট খেলায় নির্দিষ্ট সময়ে শাহরাস্তি উপজেলা দল (বালিকা) না আসায় ফরিদগঞ্জ উপজেলা দল (বালিকা) জয় লাভ করে।
শরীফুল ইসলাম/এসপি