মালবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক উল্টে গেছে। এতে মহাসড়কে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ অংশে ট্রাকটি উল্টে যায়। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ১০ কিলোমিটারের মতো যানজট সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে ইলিয়টগঞ্জ বাজার থেকে একটু আগে মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের ওপড় আড়াআড়িভাবে পড়ে যায়। এতে চট্টগ্রামমুখী লেনে যানজট সৃষ্টি হয়ে যায়। এ যানজট দাউদকান্দির পুটিয়া অংশ পর্যন্ত পৌঁছে যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ ঢাকা পোস্টকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের মাঝখানে পড়ে গেলে যানজট সৃষ্টি হয়। আমরা ট্রাকটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। গাড়ির চাপ বেশি থাকায় সামান্য যানজটের সৃষ্টি হয়েছে।
আরিফ আজগর/আরকে