‘যারা ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করবে তাদের ইন্ডিয়া পাঠানো হবে’
নতুন করে যারা ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করবে তাদেরকে ইন্ডিয়া পাঠানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় কুড়িগ্রামের উলিপুর অডিটোরিয়াম হল রুমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
ড. আতিক মুজাহিদ বলেন, ১৭ বছর বাপ-বেটির গল্প শুনতে শুনতে আমাদের ব্রেন ওয়াশ হয়েছে। আফসোসের বিষয় শেখের বেটি ব্যর্থ হয়েছে। ছাত্রলীগ এমন কোনো জায়গা নেই যেখানে গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি করেনি।
তিনি আরও বলেন, কুড়িগ্রামকে বলা হয় প্রাণের কুড়িগ্রাম। প্রাণের কুড়িগ্রামকে স্পেশাল বরাদ্দ দেওয়া হবে। এ প্রজন্ম নেতাদের পক্ষে বক্তব্য দিতে দিতে শেষ হয়ে গেছে। তারা নিজেরা কর্মক্ষম হবে। শিক্ষকদের পেনশনের আট হাজার কোটি টাকা শেখ হাসিনা মেরে দিয়েছে। এই রাষ্ট্র মুজিববাদের না এটি সকলের রাষ্ট্র।
এনসিপির উলিপুর উপজেলার সংগঠক সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী মিঞা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর, জাতীয় নাগরিক কমিটির উলিপুর উপজেলার সংগঠক ডা. আতা এলাহি সাগর, সদর উপজেলার সংগঠক মুকুল মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মা. আরিফুল ইসলাম প্রমুখ।
মমিনুল ইসলাম বাবু/আরএআর