বরগুনায় চার ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

বরগুনার আমতলী উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে চারটি ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রোববার (২৩ মার্চ) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী, কুকুয়া এবং রায়বালা এলাকার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রাকিবের উপস্থিতিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল ম্যাজিস্ট্রেট, আমতলী (পরিবেশ) ইফতি হাসান ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ধারা ১৪ এবং ১৫(১)(খ) লঙ্ঘন ও পরিবেশ ছাড়পত্র শর্তভঙ্গ করার অভিযোগের ভিত্তিতে আমতলীর বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স সাগর ব্রিকস ও মেসার্স বিসমিল্লাহ ব্রিকস নামে দুটি ইটভাটাকে ৩ লাখ করে ৬ লাখ টাকা এবং মেসার্স ফাইভ স্টার ব্রিকস ও মেসার্স আল্লার দান ব্রিকস নামে দুটি ইটভাটাকে ২ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

বরগুনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রাকিব বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন সব কার্যক্রম বন্ধে আমরা তৎপর রয়েছি। এরই ধারাবাহিকতায় আমতলী উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। আইন লঙ্ঘন করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

আব্দুল আলীম/এমএসএ