কুষ্টিয়ার দৌলতপুরে তিন বছর চার মাস বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত ১ মার্চ দুপুরের দিকে দৌলতপুরের মথরাপুর বড়বাজার আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। 

ধর্ষণ চেষ্টার ঘটনার ১৩ দিন পর বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। ওই রাতেই অভিযুক্ত আসামি সাহাজুল মিস্ত্রিকে (৫২) গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ। গ্রেপ্তার সাহাজুল মথুরাপুর বড়বাজার আশ্রয়ণ প্রকল্পের মৃত হাশেম আলীর ছেলে। ভুক্তভোগী ও অভিযুক্ত আসামি একই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঢাকা পোস্টকে বলেন, গত ১ মার্চ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

রাজু আহমেদ/এনএফ