কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফুলকুমার নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করে দি‌য়ে‌ছে প্রশাসন।

গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)গোলাম ফেরদৌসের নেতৃত্বে পাথরডুবি ইউনিয়নে ফুলকুমার নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুটি অবৈধ ড্রেজার মেশিন ধবংস করা হয়। এসময় উপজেলা প্রশাসন ও ভূরুঙ্গামারী থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গে‌ছে, গত কয়েকদিন থে‌কে পাথরডুবী ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আস‌ছেন। এতে থানাঘাট বাজার, থানাঘাট ব্রিজসহ বেশ কয়েক একর ফসলি জমি ও কয়েকটি ভূমিহীন পরিবার হুমকির মুখে পড়ে। পরে স্থানীয়রা এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে আজ (শুক্রবার) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রে দুটি ড্রেজার মেশিন ধ্বংস ক‌রে দেয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, ফুলকুমার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। 

মমিনুল ইসলাম বাবু/এনএফ