বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের তৌহিদী জনতা।
শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর আলজামিয়াতুল ইমদাদিয়ার প্রাক্তন ছাত্র ও তৌহিদী জনতার উদ্যোগে ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বিজ্ঞাপন
জানা যায়, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান সাম্প্রতিক বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে ইসলাম আলেম-উলামা ও ঐতিহাসিক শহীদী মসজিদ ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা উপমহাদেশে প্রখ্যাত আলেম আল্লামা আতহার আলীকে (রহ.) নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের কটূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদী মসজিদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আল্লামা আশরাফ আলী থানভী (রহ.)-এর বিশিষ্ট খলিফা শায়খুল ইসলাম আল্লামা আতহার আলীকে (রহ.) নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের জন্য বিএনপি নেতা ফজলুর রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায়, আরও বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন তারা।
বক্তারা ফজলুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন এবং প্রয়োজনে সারা দেশে আরও বৃহৎ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মাযহার শাহ, মাওলানা আনযার শাহ, মুফতি রহমতুল্লাহ, মাওলানা সিরাজুল হুদা, মাওলানা নাজিমুদ্দিন, ইকরাম হোসেন, মাওলানা আশরাফ আলী সোহান, মাওলানা অভি চৌধুরী, মাওলানা মাসুদুল হাসান প্রমুখ।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এএমকে