কারাগারে মৃত ভারতীয় নাগরিকের মরদেহ ফেরত

অসুস্থতাজনিত কারণে বাংলাদেশের কারাগারে মৃত এক ভারতীয় নাগরিকের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
শুক্রবার (১৪ মার্চ) বেলা ৩টার দিকে বিজিবি-বিএসএফসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগারে মৃত ওই ব্যক্তির নাম বিজলি কুমার রায়। তিনি ভারতের বিহার রাজ্যের মুজাফ্ফরপুরের মৃত টুনা রায়ের ছেলে।
আরও পড়ুন
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় নাগরিক বিজলি কুমার রায়ের মরদেহ হস্তান্তর করা হয়েছে ভারতীয় কর্তৃপক্ষের কাছে।
রাজশাহী কারাগারের জেলার মো. আমান উল্লাহ বলেন, চাঁপাইনবাবগঞ্জ কারাগারে অসুস্থবোধ করলে ১৩ জানুয়ারি বিজলিকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়। এরপর তার চিকিৎসার জন্য পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে। ১৫ জানুয়ারি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ছাড়া মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবু সাইদ, ১১৯-বিএসএফ কোম্পানির পরিদর্শক সন্তোষ কুমার, রাজশাহী পুলিশ লাইনের পরিদর্শক মোফিজুল ইসলাম, ভারতের মালদা জেলার মাহাদিপুর থানার এসআই অলক ভৌমিকসহ প্রমুখ।
প্রসঙ্গত, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২০২১ সালের ২৬ জুন শরীয়তপুরে আটক হয়েছিলেন বিজলি কুমার রায়। ওই মামলায় রায় হওয়ার পর শরীয়তপুর থেকে তাকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছিল।
মো. আশিক আলী/এএমকে