২০ বছরে ৭০টি বাঘের প্রাণ গেছে তার হাতে
সুন্দরবনে ২০ বছরে ৭০টি বাঘ হত্যাকারী হাবিব তালুকদার (৫০) ওরফে ‘বাঘ হাবিব’কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের মধ্য সোনাতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে শরণখোলা থানা পুলিশ।
পরে শনিবার (২৯ মে) বিকেলে হাবিব তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। হাবিব উপজেলার মৃত কদম আলী তালুকদারের ছেলে।
বিজ্ঞাপন
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন জানান, হাবিব তালুকদার ‘বাঘ হাবিব’ নামে বন বিভাগের তালিকাভুক্ত আসামি। তিনি গত ২০ বছরে কম করে হলেও ৭০টি বাঘ মেরেছেন। হাবিবের নামে বন অপরাধে ৯টি মামলা আছে। এর মধ্যে তিনটিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
তিনি আরও বলেন, বাঘ শিকারী হাবিব বনবিভাগ ও পুলিশের কাছে ‘মোস্ট ওয়ান্টেড’। অনেক আগে থেকেই তার সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও গোপনে বনে ঢুকে তিনি বন্যপ্রাণি শিকার করতেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, হাবিব তালুকদারের নামে শরণখোলা থানায় বাঘ হত্যার দায়ে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল। শুক্রবার রাত আড়াইটার দিকে শরণখোলার মধ্য সোনাতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার বিকেলে আদালতে নিলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তানজীম আহমেদ/এনএফ