চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ৫৭ শতাংশ
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো নমুনায় চাঁপাইনবাবগঞ্জের ১০৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ১৮৮টি নমুনার মধ্যে নতুন করে ১০৭ জন আক্রান্ত হলেন। এর মধ্যে সদর উপজেলায় ৬৫, শিবগঞ্জে ২৮ ও গোমস্তাপুর উপজেলায় ১৪ জন রয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস খায়রুল আতাতুর্ক।
এর আগে শুক্রবার কোনো ফলাফল আসেনি। এদিকে করোনা পজিটিভের হার বুধবার ৭৭ শতাংশ থাকলেও বৃহস্পতিবার ৩৪ শতাংশে নেমে আসে। কিন্তু শনিবার (২৯ মে) তা বেড়ে আবারও ৫৭ শতাংশ হয়েছে। এ নিয়ে গত ৪ দিনের মধ্যে পাওয়া তিন দিনের ফলাফলে মোট করোনা পজিটিভ হয়েছেন ১৬৯ জন। শনিবার (২৯ মে) রাতে জেলা সিভিল সার্জন অফিস তথ্যটি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
সিভিল সার্জন অফিস জানায়, গত ১ মার্চ থেকে ২৫ মে মঙ্গলবার পর্যন্ত আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৭২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে মারা গেছে ৩২ জন। সদরে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ২৯ মে পর্যন্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ১৮ জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন আরও একজন রোগী ভর্তি হয়েছেন। শনিবার রাত পর্যন্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২৯৯ জন।
জেলায় বর্তমানে ৫৭৬ জন পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৩১১, শিবগঞ্জে ১১০, গোমস্তাপুরে ৮৪, নাচোলে ৬১ ও ভোলাহাটের ১০ জন রয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৯ জন ও গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হয়নি। ১৩৮ জনের নমুনা পরীক্ষার পর তার ফলাফল পাওয়া যায়নি।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ঢাকা পোস্টকে জানান, শনিবার (২৯ মে) পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৫২৩ জনের। তার মধ্যে নেগেটিভ এসেছে ৮ হাজার ৬৫৮ জনের। তিনি বলেন, জেলায় কঠোর লকডাউনের ৫ দিন পার হলেও এখনো আশানুরূপ করোনা সংক্রমণের হার কমেনি। সারাদেশে সংক্রমণের হার যেখানে সর্বোচ্চ ১০ শতাংশ, সেখানে চাঁপাইনবাবগঞ্জে ৫৭ শতাংশ। যা অত্যন্ত উদ্বেগজনক বলে জানান তিনি।
জাহাঙ্গীর আলম/এসপি