আশুলিয়ায় গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় গৌতম নামের এক ব্যবসায়ীর মজুদ রাখা পণ্যের গোডাউনে আগুন লেগেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (২৯ মে) দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার চিত্রশাইল এলাকার সিটি গ্রুপ ও স্কয়ার কোম্পানির ডিস্ট্রিবিউটর গৌতমের গোডাউনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকার গৌতম নামের এক ব্যক্তি স্কয়ার ও সিটি গ্রুপের ডিলারশিপ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে তার আধাপাকা গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউনের মালিক গৌতম বলেন, রাত ১২টার দিকে হঠাৎ গোডাউনে আগুন লাগে। গোডাউনে আমার স্কয়ার কোম্পানির টয়লেট্রিজ সামগ্রী ও সিটি গ্রুপের বেভারেজ পণ্য ছিল। নিমিষেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে সব পুড়ে যায়। তবে কীভাবে আগুন লাগল তা বুঝতে পারছি না।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। গোডাউনে থাকা অনেক পণ্য পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য ১২ থেকে ১৫ লাখের মত। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাহিদুল মাহিদ/ওএফ