এতিমখানায় ইফতার নিয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় সেনা সদস্য নিহত

ঢাকার ধামরাইয়ে মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম নামে এক সেনা সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর-ঢুলিভিটা আঞ্চলিক সড়কের ডেমরান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ধামরাই সদর ইউনিয়নের কাকরাইন এলাকার হালুয়াপাড়া মহল্লার মোশারফ হোসেনের ছেলে। তিনি রাঙামাটিতে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, সন্ধ্যায় শরিফুল নিজ বাসা থেকে এতিমখানায় ইফতার দেওয়ার জন্য মোটরসাইকেলে করে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার উদ্দেশে রওনা হন। পথে ডেমরান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মাটিবাহী একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই সেনা সদস্যের মৃত্যু হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ সুরতহাল করা হয়েছে। নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

লোটন আচার্য্য/এসএসএইচ