সিলেটে একদিনে টানা পাঁচবার ভূমিকম্পের কারণে দুটি ৬ তলা ভবন হেলে পড়েছে। নগরের পাঠানটুলা দর্জিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও সিলেট সিটি করপোরেশন (সিসিক) ভবন দুটি পরিদর্শন করেছে।

ভবনের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য  নিশ্চিত করে বলেন, শনিবার সিলেটে পাঁচবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে পাঠানটুলা দর্জিপাড়া এলাকার ব্লক সির ১৬ ও ব্লক ৩ এর ৩ নম্বর বাসা হেলে পড়ার খবর পাওয়া গেছে। দুটি বাসাই ৬ তলা বিশিষ্ট। খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিসিকের প্রকৌশলী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় ভবন দুটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। 

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। এদিন দুপুর ২টায় পঞ্চমবারের মতো ভূমিকম্প অনুভূত হয়। এর আগে সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম, ১০টা ৫১ মিনিটে দ্বিতীয়, বেলা ১১টা ২৯ মিনিটে তৃতীয় ও ১১টা ৪০ মিনিটে চতুর্থবার ভূমিকম্প অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অফিস জানায়, সিলেটে পাঁচবার ভূমিকম্প অনুভূত হলেও চারবার রেকর্ড হয়েছে। এর মধ্যে ১০টা ৩৬ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে তিন। এরপর সকাল ১০টা ৫১ মিনিটে ৪ দশমিক ১ মাত্রা, বেলা ১১টা ২৯ মিনিটে ২ দশমিক ৮, সর্বশেষ দুপুর ১টা ৫৮ মিনিটে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সিলেটেই ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল। এরমধ্যে তিনটির উৎপত্তিস্থল ১৩ কিলোমিটারের ভেতরে। ভূমিকম্পের ব্যাসার্ধ কম থাকার কারণে সিলেটের অনেক স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়নি। তবে সবাইকে তিন-চার দিন সতর্ক থাকতে বলা হয়েছে।

তুহিন আহমদ/ওএফ