দুর্নীতির অভিযোগে খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হায়দার আলী মোড়লকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ হয়েছে। 

গতকাল দিঘলিয়া উপজেলা পরিষদ চৌরাস্তা মোড়ে স্থানীয় লোকজন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়লের বিরুদ্ধে সরকারি জমি বিক্রি, আশ্রয়ণ প্রকল্পের জমি অধিগ্রহণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তিনি সম্পদের পাহাড় গড়েছেন। সরকার পতনের পরও টাকার জোরে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন তিনি। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী আব্দুর রহিম, মো. খসরুল মোড়ল, মিঠু, রাজু আহমেদ, রনি প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

মোহাম্মদ মিলন/এনএফ