খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ক্লে রোড ও যশোর রোডের অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। এসময় চারজনকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

কেসিসি সূত্রে জানা যায়, অবৈধ দখল অপসারণকালে নগরীর কে রোডে ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ফল ব্যবসায়ী মো: পলাশ ও মো: হাসানকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা, মো: মানিককে ৩ হাজার টাকা এবং মাঠা ও জুস বিক্রেতা মো: হুসাইনকে ৩ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যরা অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।  

মোহাম্মদ মিলন/এমএসএ