কুমিল্লায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাসের চাপায় জসীম উদ্দিন চৌধুরী নীলয় (৪০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জসীম উদ্দিন চৌধুরী নীলয় চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের দশবাহ গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। তিনি বেসরকারি এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

মিয়ারবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিহত জসীম উদ্দিন চৌধুরী চৌদ্দগ্রামের বাসিন্দা হলেও তিনি এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলায় কর্মরত ছিলেন। প্রতিদিন মোটরসাইকেলে করে নাঙ্গলকোটে পেশাগত দায়িত্ব পালন করতে যেতেন। রাতে আবার নিজ গ্রামে ফিরে আসতেন।

বুধবার রাতে কর্মব্যস্ততা শেষ করে বাড়ি ফেরার পথে চৌদ্দগ্রাম উপজেলার ফকিরবাজার এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি অজ্ঞাত বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

আরিফ আজগর/এমএসএ