ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতার ৫শ ছাড়িয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক তাণ্ডবের মামলাগুলোতে গ্রেফতারের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে। নতুন করে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক বলছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারের কথা জানিয়েছে জেলা পুলিশ। ফলে তাণ্ডবের মামলাগুলোতে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৩ জন।
বিজ্ঞাপন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চলে। পুলিশ জানায়, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা তিনদিন ওই তাণ্ডব চালিয়েছিল। তারা সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তাণ্ডবের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হন। এ সব ঘটনায় মোট ৫৫টি মামলা করা হয়।
পুলিশ জানায়, তাণ্ডবে জড়িতের গ্রেফতারে পুলিশের বিভিন্ন ইউনিটের একাধিক টিম কাজ করছে। বিভিন্ন মাধ্যমে পাওয়া তাণ্ডবের সময় ধারণকৃত ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর