বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও
বরিশালের হিজলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া বাবাকে উদ্ধার করতে গিয়ে ছেলেরও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শামসুল হক হাওলাদারের ছেলে মো. কাশেম হাওলাদার (৫৫) ও কাশেম হাওলাদারের ছেলে মুকতার হাওলাদার (৩০)। এ সময় আহত হয়েছেন কাশেম হাওলাদারের আরেক ছেলে মনির হোসেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার। তিনি জানান, ঘটনাস্থলে আমি যাচ্ছি। কিভাবে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলে মারা গেলেন সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য কাশেম হাওলাদার বাড়ির পাশের টিভিসি নামে একটি ইটভাটায় যান। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান কাশেম। খবর পেয়ে ছেলে মুকতার হাওলাদার বাবাকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে গিয়ে মনির হোসেনও বিদ্যুতায়িত হন। আহত মনিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/এসপি