রাজশাহী বিভাগজুড়ে মহামারি করোনায় আরও ৫ জন প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় তিনজন, রাজশাহীতে একজন এবং সিরাজগঞ্জে একজনের প্রাণ গেছে। এ নিয়ে বিভাগে করোনায় প্রাণহানি দাঁড়াল ৫৩৮ জনে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাসিমা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ১৪০ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এই দিন সর্বোচ্চ ৮০ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২৪, পাবনায় ১৮, নওগাঁয় ১৭, বগুড়ায় ৭, জয়পুরহাটে তিন এবং সিরাজগঞ্জে একজনের করোনা শনাক্ত হয়েছে। গত এক দিনে নাটোরে করোনা সংক্রমণ শনাক্তের খবর নেই।

জানা যায়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৪৯৭ জনের। এর মধ্যে সর্বোচ্চ ১২ হাজার ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৮ হাজার ৪৯৯, সিরাজগঞ্জে ৩ হাজার ৬৩৫, পাবনায় ৩ হাজার ৬৫, নওগাঁয় ২ হাজার ১৮২, জয়পুরহাটে ১ হাজার ৬৭৬, নাটোরে ১ হাজার ৬৬৯ এবং চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৫৫৬ জনের করোনা শনাক্ত হয়েছেন।

এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনায় ৫৩৮ জনের প্রাণহানি ঘটেছে তার মধ্যে ৩১২ জন বগুড়া জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ৮২, নওগাঁয় ৩৮, চাঁপাইনবাবগঞ্জে ২৮,  সিরাজগঞ্জে ২৪, পাবনায় ২২, নাটোরে ২১ এবং জয়পুরহাটে ১১ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এ পর্যন্ত করোনাজয় করেছেন ৩১ হাজার ১৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৩ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৮২৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা নিয়ে ভর্তি হয়েছেন ২৩ জন।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর