গলাচিপায় ভাঙা বেড়িবাঁধ মেরামত করল এলাকাবাসী
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে পটুয়াখালীর গলাচিপার পানপট্টি ইউনিয়নের বেড়িবাঁধের ১০০ ফুট ভেঙে যায়। বুধবার (২৬ মে) বিকেলে বেড়িবাঁধের ভাঙা অংশে জিও ব্যাগ ফেলে মেরামত সম্পন্ন করছে এলাকাবাসী।
গলাচিপার পানপট্টি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম ঘরামী বলেন, বেড়িবাঁধটি আগুনমুখা নদীর তীরবর্তী হওয়ায় খুব ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ। বেড়িবাঁধটি আমাদের বাঁচিয়ে রেখেছে। যদি এটি নদীর সাথে বিলীন হয়ে যায় তাহলে আমরা শেষ।
বিজ্ঞাপন
৯ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা রফিক মিয়া জানান, বুধবার আমাদের দুর্দিনে সেভ দ্য চিলড্রেন ও জাগো-নারী আমাদের পাশে দাঁড়িয়েছে। দুর্যোগের সময় তাদের সদস্যরা সাহস জুগিয়েছে। বাঁধভাঙার একদিনের মধ্যে আমরা সবাই মিলে বাঁধ নির্মাণ করেছি।
মো. রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৫ মে) রাতে জোয়ারের পানি উঠে আমার ইউনিয়নের ৮-৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণের বেড়িবাঁধের অংশ ভেঙে যায়। বুধবার বিকেলে ঘূর্ণিঝড়ের প্রভাব কমলে সেভ দা চিলড্রেনের এর অর্থায়নে জাগো-নারী বাস্তবায়নে একশ জন সিপিপি ও এলাকাবাসীর সহযোগিতায় ভাঙা বেড়িবাঁধ মেরামত কাজ শুরু করি।
পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার বলেন, আমাদের সাথে অংশগ্রহণের জন্য জাগো-নারীকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে দুর্যোগের সময় এভাবেই তারা আমাদের পাশে থাকবে।
জাগো-নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, সেভ দ্য চিলড্রেনের আর্থিক সহযোগিতায় আমাদের প্রকল্পটি গলাচিপায় দুর্যোগপ্রবণ ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষের কল্যাণে কাজ করছে। আমাদের সাধ্য অনুযায়ী এই এলাকার মানুষের জীবন-জীবিকা রক্ষায় কাজ করছি।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এইচকে