মৃত হরিণ

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে জোয়ারের পানিতে একটি মৃত হরিণ ভেসে এসেছে। বুধবার (২৬ মে) বিকেলে উপজেলার রাজেশ্বরের মোড় এলাকার চায়না প্রজেক্টের সামনে মৃত হরিণটিকে দেখতে পেয়ে স্থানীয়রা উপরে তুলে রাখে।

স্থানীয় ছানোয়ার হোসেন রিয়াদ বলেন, সুন্দরবনের দিক থেকে বুধবার বিকেলে রাজেশ্বরের মোড় এলাকায় একটি মৃত হরিণ ভেসে আসে। আমরা হরিণটিকে দেখে বন বিভাগকে খবর দিয়েছি। হরিণটি দেখে মনে হয়েছে কয়েকঘণ্টা আগেই মারা গেছে।

সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা হরিণের মরদেহটি উদ্ধার করার জন্য লোক পাঠিয়েছি।

এসিএফ জয়নাল আবেদিন আরও বলেন, হরিণটির মারা যাওয়ার কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। মরদেহটি পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হবে।

তানজীম আহমেদ/এমএসআর