চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো নমুনার ৬২ শতাংশের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ২১২টি নমুনার মধ্যে নতুন ১৩২ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৫ মে) রাতে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ১ মার্চ থেকে মঙ্গলবার (২৫ মে) পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৫০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে মারা গেছেন ২৮ জন। 

চাঁপাইনবাবগঞ্জ সদরে করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার পর্যন্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ২০ জন। আর জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৮৮ জন। জেলায় মোট ৩৯৩ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত সদরে ৮৩৭ জন, শিবগঞ্জে ৩০৪ জন, গোমস্তাপুরে ১২৩, নাচোলে ১৫৯ ও ভোলাহাটে ৮১ জন আক্রান্ত হয়েছেন। জেলায় এখন মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫০৪ জন। জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নাচোলে সুস্থ হয়েছে ৩৫ জন। জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজন রোগী ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত এখানে ২৮৮ জন ভর্তি হয়েছেন আর সুস্থ হয়েছেন দুইজন। সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৬৮। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ জন। এর মধ্যে সদরের ১৯ জন, শিবগঞ্জের সাতজন ও ভোলাহাটের দুইজন।

২৫ মে পর্যন্ত করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৯১৭ জনের। এর মধ্যে নেগেটিভ রিপোর্ট এসেছে ৭ হাজার ২৮৬ জনের। এ অবস্থায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিভিল সার্জন অফিস সকলকে নির্দেশনা ও লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছে। 

জাহাঙ্গীর আলম/এসপি