রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

প্রতিদিনই চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত হয়ে দেশে ফিরছেন বাংলাদেশিরা। চিকিৎসা, ভ্রমণ কিংবা ব্যবসায়িক কারণে তারা ভারতে গিয়েছিলেন। তাদের জন্য এরই মধ্যে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে সীমান্তের এই জেলা।

বিষয়টি মাথায় রেখে প্রস্তুত রাখা হয়েছে রাজশাহীর তিনটি কোয়ারেন্টাইন সেন্টার। এখন থেকে ভারতফেরত লোকজনকে নেওয়া হবে রাজশাহীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক বলেন, করোনা সংক্রমণ মোকাবিলায় বাড়তি প্রস্তুতির অংশ হিসেবে তাদের এই উদ্যোগ।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত হয়ে ভারতফেরত লোকজনকে রাজশাহী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এরই মধ্যে রাজশাহীর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরে কোয়ারেন্টাইন সেন্টার আরও বাড়োনো হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন লকডাউন চলছে। সেখানকার কেউ জরুরি প্রয়োজন ছাড়া রাজশাহীতে প্রবেশ করতে পারছেন না। রাজশাহী থেকেও কাউকে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

ঝুঁকি বিবেচনায় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। সচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি পুরো বিষয়টি দেখভালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।

জানা গেছে, রাজশাহী জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৩৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এই জেলায় করোনা ধরা পড়েছে ৫৪ জনের। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে এই পর্যন্ত করোনা ধরা পড়েছে ১ হাজার ৩৩৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ৮২ জনের।

এ পর্যন্ত চিকিৎসায় সুস্থ হয়েছেন রাজশাহীর ৭ হাজার ৩০৩ জন করোনা রোগী। তবে এই জেলায় ৮১ জনের প্রাণ গেছে মহামারিতে। গত একদিনে মারা গেছেন একজন।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জে করোনাজয় করেছেন ১ হাজার ৬১ জন। তবে করোনার কাছে হার মেনেছেন এই জেলার ২৮ জন। গত এক দিনে এই জেলাতেও একজনের প্রাণ নিয়েছে করোনা।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর