মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেছেন, দেশ সংস্কারের নামে নির্বাচনে বিলম্ব করা যাবে না। চলতি বছরের ৫ আগস্ট জাতীয় নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত যৌথ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

জাভেদ মাসুদ মিল্টন বলেন, স্বৈরাচারী হাসিনা ভারতে পালিয়ে কাঁটাতারের বেড়া ধরে দাঁড়িয়ে আছে এবং দেশে বিশৃঙ্খলা সৃস্টি করার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ১৭ বছরের নির্যাতন সহ্য করা মানুষ একটু স্বস্তিতে কথা বলতে পারছেন স্বাধীনতার স্বাদ পাচ্ছেন। আমরা সে সুযোগ হাত ছাড়া করতে চাই না।

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের সঠিক দায়িত্ব পালন করতে দেয়নি রক্ত পিপাসু হাসিনা।  সে হাতের আঙুলির ইশারায় দেশে একত্ববাদ কায়েম করেছেন। হাজারও তরুণের রক্তের বিনিময়ে আমরা যে সুযোগটুকু পেয়েছি তা হাতছাড়া হয়ে গেলে বিএনপি আবারও দশ বছর পিছিয়ে পড়বে। 

বিএনপি লুটপাট রাজনীতি বিশ্বাস করে না। দলের মধ্যে অনুপ্রবেশকারীদের দমাতে এবং দলে বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধেও কেন্দ্র থেকে সিদ্ধান্ত এসেছে বলে জানান বিএনপির এই নেতা।

গাংনী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যৌথ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন- গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভােকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ও ফয়েজ মােহাম্মদ প্রমুখ।

কর্মী সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আকতারুজ্জামান/এমএ