খাগড়াছড়িতে নিউমোনিয়ায় ৫ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চলতি মাসে চিকিৎসাধীন অবস্থায় ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় মারা গেছে ৫ জন। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা এ তথ্য নিশ্চিত করেন।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালে ভর্তি রয়েছে ১৪ জন শিশু। এই শিশুদের অনেকেই সর্দি, কাশিসহ নিউমোনিয়ায় আক্রান্ত।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২০৩ জন শিশু। এর মধ্যে ১৪ জন শিশু মারা গেছে। যার মধ্যে ৪ জন শিশু নিউমোনিয়া আক্রান্ত ছিল। চলতি মাসের ১৯ জানুয়ারি পর্যন্ত ১৫৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫ জন শিশু নিউমোনিয়া আক্রান্ত ছিল।
জেলা সদর উপজেলার ভুয়াছড়ি এলাকার বাসিন্দা শাহনাজ পারভীন জানান, ঠাণ্ডাজনিত রোগে অসুস্থ সন্তান নিয়ে গত চার দিন ধরে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে কাশি একটু কমেছে। চিকিৎসা চলছে।
দীঘিনালা উত্তর পুকুরঘাট এলাকার বাসিন্দা ফেমাস দেওয়ান তার শিশুসন্তানের সর্দি, কাশি ও জ্বর নিয়ে গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন। এখন অনেকটা পরিবর্তন হয়েছে। হয়তো দ্রুত হাসপাতাল থেকে রিলিজ নিতে পারব।
মহালছড়ি উপজেলার রেসমি চাকমা জানান, তিনি ছেলের সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দুই-তিন দিন ধরে অসুস্থ।
খাগড়াছড়ি পৌর এলাকার মহাজনপাড়ার বাসিন্দা প্রত্যয় চাকমা তার দেড় মাস বয়সী মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছেন। শীতজনিত রোগে আক্রান্ত তার মেয়ে বর্তমানে একটু ভালো রয়েছে।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, চলতি মাসে এখন পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়ায় ৫ জনসহ ৯ শিশু মারা গেছে। দুর্গম এলাকার বাসিন্দারা একবারে অন্তিম মুহূর্তে রোগীদের হাসপাতালে আনেন। এছাড়া শীতজনিত রোগ প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা প্রয়োজন। শিশুদের প্রতি বাড়তি যত্ন নিতে হবে। শিশুদের যেন কোনো ভাবেই ঠাণ্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। সচেতন হলেই শীতজনিত রোগে মৃত্যু শূন্যতে নামিয়ে আনা যাবে।
মোহাম্মদ শাহজাহান/আরএআর