উপকূলে বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নের নেবুগুনিয়া এলাকায় কপোতাক্ষ নদীর বাঁধ ছাপিয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। মঙ্গলবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ শুরু করে।
এদিকে, গ্রামবাসীরা মাটি দিয়ে সেগুলো সাময়িক রক্ষা করেছে। গাবুরা ইউনিয়নের চারটি পয়েন্টে পানি উপচে লোকালয়ে আসে। এছাড়া উপকূলজুড়ে প্রায় সব স্থানে বাঁধ উপচে পানি প্রবেশ করছে লোকালয়ে।
বিজ্ঞাপন
গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, চারটি পয়েন্টে বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ শুরু করে। কপোতাক্ষ নদের জোয়ারে পানি বৃদ্ধি পয়েছে। বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে নদীতে ভাটা শুরু হওয়ায় এ যাত্রায় রক্ষা হয়েছে। তবে পরবর্তী জোয়ারের সময় পরিস্থিতি কী ঘটবে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজর গিফারী বলেন, উপকূলবর্তী এলাকায় ৪৩ পয়েন্টে ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আকরামুল ইসলাম/এমএসআর