পর্যটক অপহরণের মামলায় বিএনপি নেতা কারাগারে

গ্রেপ্তার মাহতাব
খাগড়াছড়ির দীঘিনালায় পর্যটক অপহরণ মামলায় মো. মাহতাব নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মাহতাব মেরুং উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। রোববার (১২ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি ঢাকা থেকে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে দীঘিনালা আসেন মো. রুবেল মিয়াসহ চার পর্যটক। পর্যটকদের মধ্যে একজনের সঙ্গে স্থানীয় রশিক নগর এলাকার শুক্কুর আলীর পূর্ব পরিচয়ের সূত্রে বোয়ালখালী বাজারে দেখা হলে সকলকে তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে চা-নাস্তা করিয়ে পাশে পাহাড় দেখাতে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে এজাহারনামীয় ১০ জনসহ আরও ৫/৬ অজ্ঞাত মিলে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ সময় তাদেরকে মারধর করা হয়। পরে কৌশলে সেখান থেকে পালিয়ে দীঘিনালা থানা পুলিশের শরণাপন্ন হন পর্যটকরা। অপহরণের ঘটনায় পরবর্তীতে পর্যটকদের গাড়িচালক মো. রুবেল বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা করেন।
পর্যটক অপহরণের ঘটনায় মামলার এজাহারভুক্ত মাহতাবসহ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন- শুক্কুর আলীর স্ত্রী ইয়াছমিন আক্তার এবং মো. নবী হোসেন। তাদের গত বুধবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জানান, মো. মাহতাব মেরং উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তার গ্রেপ্তারের বিষয়টি জানলেও কী কারণে তিনি গ্রেপ্তার হয়েছেন তা জানি না।
দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, এখন পর্যন্ত পর্যটক অপহরণ মামলায় মাহতাবসহ এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাহতাবকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মোহাম্মদ শাহজাহান/আরএআর