পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের করায় গ্রেপ্তার ২, ড্রেজার জব্দ
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় দুই জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে শিবচর উপজেলার কাঠালবাড়ি চরচান্দ্রা এলাকার হাজরা চ্যানেলের পদ্মা নদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি ড্রেজারও জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তাররা হলেন— মুন্সিগঞ্জ জেলার মৌছা এলাকার মৃত দলিল ফরাজির ছেলে মজিবর ফরাজি (৫০) ও বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার
চরডাইয়া এলাকার আব্দুর সালাম বেপারির ছেলে ইমান হোসেন(৩৫)।
আরও পড়ুন
নৌ পুলিশ জানায়, উপজেলার কাঠালবাড়ি চরচান্দ্রা এলাকার পদ্মা নদী হতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় চরজানাজাত নৌ পুলিশ। এ সময় বালু উত্তোলনের সময় মজিবর ফরাজি ও ইমান হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মায়ের আর্শীবাদ নামের একটি ড্রেজার জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের শিবচর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম খান বলেন, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখা হবে।
এআইএস