কক্সবাজার সমুদ্র সৈকতে একজনকে গুলি করে হত্যা
কক্সবাজার সমুদ্র সৈকতে গোলাম রাব্বানী (৫৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্ট এ ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানীর পকেটে থাকা এনআইডি থেকে জানা যায়, তার বাড়ি খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুর উত্তর পাড়া এলাকায়।
বিজ্ঞাপন
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা গুলি করেছে সেটি জানা যায়নি।
সাইদুল ইসলাম ফরহাদ/আরএআর