কুমিল্লায় জেলা প্রশাসক আমিরুল কায়সারের বাসভবনে উপহার দিতে গিয়ে হেনস্তার শিকার হওয়া সেই সাংবাদিকপুত্র তাহসিন রাহমান এবার কুমিল্লা নগরবাসীর মাঝে গাছের চারা বিতরণ করেছেন। আসন্ন রমজানকে সামনে রেখে শিক্ষার্থী, অভিভাবক এবং পথচারীর মাঝে ৫ শতাধিক বেগুন ও মরিচের চারা বিনামূল্যে বিতরণ করেন তিনি।

গতকাল কুমিল্লা সিটি কর্পোরেশনের টমছমব্রিজ এলাকায় ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে গোমেতি সংবাদের যুগপূর্তি উপলক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

চারা বিতরণ প্রসঙ্গে গোমেতি সংবাদের প্রকাশক মোবারক হোসেন বলেন, নৈতিক মানবিক মূল্যবোধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোমেতি সংবাদ কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে রমজানকে সামনে রেখে কুমিল্লা নগরী ও আশপাশের এলাকায় ৫ হাজার বেগুন ও মরিচের চারা বিতরণের উদ্যোগ নিয়েছি। কৃষি উৎপাদন বাড়াতে না পারলে জুলাই বিপ্লবের কোনো মূল্য নেই। বিপ্লব তখনই সফল হবে, যখন দেশ ফল ফসলে সমৃদ্ধ হবে। 

চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সামাজিক সংগঠক ও সাবেক জেলা ক্রিকেটার রফিকুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হক, ইলিয়াস শাহ্, স্কুল বিভাগের ইনচার্জ কামরুজ্জামান সোহেল ও শিক্ষার্থী তাহসিন রাহমানসহ প্রমুখ।

এর আগে গত সোমবার কুমিল্লা নগরীর ছোটরা এলাকার ডিসির বাংলোতে যান তাহসিন রাহমান। তিনি কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সারের হাতে একটি ইনডোর প্লান্ট উপহার দিতে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয় এবং তাহসিন ও তারা বাবা মোবারক হোসেন সাপ্তাহিক ‘গোমতী সংবাদ’র সম্পাদক ডিসির স্টাফদের হাতে হেনস্তার শিকার হন। 

পরে মোবারক হোসেন ও তার ছেলেকে কার্যালয়ে ডেকে নেন ডিসি। সেখানে তারা কুশল বিনিময় করেন।  

তাহসিন রাহমান নগরীর মডার্ন হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

আরিফ আজগর/এনএফ