বাংলাদেশের স্বাধীন হওয়ার ৫৩ বছর হয়ে গেছে। এ ৫৩ বছরে দলের ও নেতার পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের তেমন কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ড. মিজানুর রহমান। তিনি বলেন, একমাত্র জামায়াতে ইসলামীই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারবে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে গোমস্তাপুর উপজেলার রহনপুর আহম্মাদী বেগম (এ.বি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা জামায়াত এ কর্মী সম্মেলনের আয়োজন করে।

ড. মিজানুর রহমান বলেন, বাংলাদেশে উন্নতি যা হয়েছে তার চেয়ে হাজারগুণ বেশি হয়েছে দুর্নীতি। তাই দলের পরিবর্তন আর নেতার পরিবর্তন করে লাভ হবে না। এজন্য যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন হবে না ততদিন দেশের পরিবর্তন হবে না। তাই আমরা (বাংলাদেশ জামায়াতে ইসলামী) আল্লাহর নীতিতে অর্থাৎ কোরআনের আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। নীতিতে বাংলাদেশের পরিবর্তন করতে চাই।

তিনি আরও বলেন, দুর্নীতি পরায়ণ নেতার দ্বারা দেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আমাদের দুইজন সম্মানিত মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে এই দেশ থেকে শুরু করে গোটা বিশ্ব একটাও দুর্নীতি খুঁজে পায়নি। তাই সামনের দিনে আমরা দেশবাসীকে আরও এরকম নেতার উদাহরণ দিতে চাই এবং একমাত্র জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারবে। যারা শুধু আল্লাহর ও আখেরাতের ভয়ে দুনিয়ার সব কিছুকে লাথি মেরে আল্লাহর হুকুম পালন করার জন্য কাজ করবে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত এ সংসদ সদস্য প্রার্থী বলেন, জামায়াত ইসলামী হচ্ছে সেই দল যাদের নেতারা দেশের কল্যাণের ও মুক্তির জন্য কাজ করবে। তাই পরিশেষে একটা কথা বলতে চাই, আমাদেরকে একটিবার সুযোগ দিন আমরা আপনাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ।

কর্মী সম্মেলনে গোমস্তাপুর উপজেলা আমির মু. ইমামুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মো. মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারি, সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবু বকর।

আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, চৌডোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা শাহ-আলম, রহনপুর পৌর জামায়াতের সাবেক আমির ডা. শহিদুল্লাহ ও বর্তমান আমির মনিরুজ্জামান ডাবলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি মোক্তারুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ থানার সেক্রেটারি শহিদুল ইসলামসহ অনেকে।

মো. আশিক আলী/এসএসএইচ