নোয়াখালী শহর ছাত্রশিবিরের সভাপতি আরমান, সেক্রেটারি মাহবুব
২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালীর শহর সভাপতি নির্বাচন ও সেক্রেটারি নির্বাচন করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান আরমান, সেক্রেটারি আব্দুল্যাহ আল মাহবুব ।
শনিবার (৪ জানুয়ারি) জেলার এরাবিয়ান কমিউনিটি সেন্টারে জেলার শহর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জানা যায়, ২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত হাবিবুর রহমান আরমানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান আরমান শাখা সেক্রেটারি হিসেবে আব্দুল্যাহ আল মাহবুবকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন। পরিশেষে, দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।
আরও পড়ুন
নবগঠিত কমিটির সেক্রেটারি আব্দুল্যাহ আল মাহবুব ঢাকা পোস্টকে বলেন, শাখা ছাত্রশিবিরের সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়েছে এবং সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত করা হয়েছে। আগামীতে সভাপতি-সেক্রেটারি সবার মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি সাদিক কাইয়ুম, বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান আরমান ঢাকা) পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা চাই মানুষ এই সংগঠনের ছায়ায় এসে নিজেকে পরিবর্তন করুক৷ আমাদের যা কিছু হবে সব একমাত্র মহান আল্লাহর রাজিখুশির জন্য। নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদক আগামীতে সংগঠনের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমাদের জন্য দোয়া করবেন।
হাসিব আল আমিন/এমএসএ