ভোলায় বিভিন্ন প্রজাতির ২৯টি অতিথি পাখি উদ্ধার
ভোলার বিচ্ছিন্ন নেয়ামতপুর চর এলাকা থেকে থেকে বস্তাবন্দি অবস্থায় জবাই করা বিভিন্ন প্রজাতির ২৯টি অতিথি পাখি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উদ্ধার হওয়া জবাই করা অতিথি পাখিগুলো ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বিকেলে পাখিগুলো উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে ভোলা সদর উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসনাইন ঢাকা পোস্টকে বলেন, শনিবার বিকেলে নৌ-পুলিশের একটি টিমসহ সদর উপজেলাধীন মেঘনা নদীর নেয়ামতপুর চর এলাকায় নিষিদ্ধ জাল উদ্ধার অভিযান চালানো হয়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে চরে উঠে বস্তা খুলে দেখা যায় বিভিন্ন প্রজাতির ২৯টি অতিথি পাখি জবাই করা অবস্থায় রয়েছে।
আরও পড়ুন
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছি শিকারিরা বিক্রির উদ্দেশে পাখিগুলো শিকার করেছে। খাবারের সন্ধানে আসা পাখিগুলোকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে অজ্ঞান করে জবাই করেন শিকারিরা। উদ্ধার হওয়া পাখিগুলো রাত ৮টার দিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
মো. খাইরুল ইসলাম/এসএসএইচ