দুই জনপ্রিয় ইসলামি বক্তার আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে গোটা যশোরে। যশোর শহরতলীর পুলেরহাটে আদ্ব-দীন সখিনা মেডিকেল কলেজের মূল ফটক দিয়ে প্রবেশ করতেই সেই উৎসবের আঁচ পাওয়া যায়। আদ্ব-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন যেন অন্য রকম এক উৎসবে রূপ নিয়েছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) এ মাহফিলের মাঠে শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে। সকাল থেকে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে মানুষ বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করেছে।

এ মাহফিলে চার দিনব্যাপী ইসলামী বই মেলা ও প্রদর্শনী করা হচ্ছে। মেলায় ২২টি স্টল রয়েছে। একই সঙ্গে শিশুদের জন্য ‘কিডস জোন’ করা হয়েছে।

আদ্ব-দ্বীন ফাউন্ডেশনের মানব সম্পদ কর্মকর্তা জাহেদ হোসাইন বলেন, আদ্ব-দ্বীন ফাউন্ডেশন শুধু ওয়াজ মাহফিলের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে ইসলামী কৃষ্টিকালচার তুলে ধরা হচ্ছে। দেশের প্রখ্যাত লেখকদের বই পাওয়া যাচ্ছে ইসলামী বই মেলার স্টলে। গার্ডিয়ান, সত্যায়ন, বিন্দু, সিয়ানসহ ২২টি প্রকাশনী এখানে স্টল নিয়েছে। পড়াশোনার অভ্যাসের জন্য এ বই মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, এখানে শুধু ওয়াজ মাহফিল নয়, এখানে হজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিনোদনেরও ব্যবস্থা রয়েছে। শিশুদের জন্য ‘কিডস জোন’ রয়েছে।

আদ্ব-দ্বীন ফাউন্ডেশনের পাবলিক রিলেশনস কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক বলেন, দেশের প্রখ্যাত ছয়জন আলেম নিয়ে এটাই প্রথম কোনো বড় অনুষ্ঠান হচ্ছে। এ ব্যতিক্রমী আয়োজনের জন্য আদ্ব-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশেপাশের আরও ২০০ থেকে ৩০০ বিঘা জমি জুড়ি এ মাহফিলে মাঠ। ৮-১০ লাখ লোকের জন্য আলো, পানি বাথরুম ও ওযু খানার ব্যবস্থা রয়েছে। ২০টি এলইডি স্কিন মাধ্যমে লাইভ দেখানো হচ্ছে। মূল মাঠসহ আশেপাশে ৪টি মাঠে এ এলইডি স্কিন।

এছাড়া বিশেষ করে নারীদের বসার জন্য পুলের হাট মাধ্যমিক বিদ্যালয়, পুলেরহাট বালিকা বিদ্যালয় এবং আদ্ব-দ্বীন সকিনা মেডিকেল কলেজ গেট এলাকায় স্থান রাখা হয়েছে।

এ্যান্টনি দাস অপু/আরকে