শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত
শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির স্থগিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২ জানুয়ারি দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনও সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।
আরও পড়ুন
জানা যায়, গত ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটি স্থগিতের বিষয়ে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, গত ৩ নভেম্বর কেন্দ্রীয়ভাবে যে কমিটি দেওয়া হয়েছিল সেটাকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু গতকাল কেন্দ্রীয়ভাবে সেই আংশিক আহ্বায়ক কমিটিত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সে সিদ্ধান্তকেও আমরা স্বাগত জানাই।
নাইমুর রহমান/এমএসএ