ঠাকুরগাঁওয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে একটি ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৫টায় সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ফুটানি ইটভাটা নামক একটি ভাটায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার। 

অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে না পাড়ায় ও ভাটায় কাঠ পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ সংশোধিত ২০১৯ এর ৫ ধারায় ২লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ভাটাটি ভেঙে দেওয়া হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার বলেন, সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। আজ আমরা ফুটানি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। এসময় ইটভাটা কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে পারেনি। সেই সঙ্গে তার ভাটায় বিপুল পরিমাণ গাছের মুড়া পাওয়া যায়। তাই আইনের ধারায় ভাটা কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরকে