কৃষি জমির মাটি কাটায় অর্ধলাখ টাকা জরিমানা
নোয়াখালীর চাটখিলে অবৈধভাবে কৃষি জমিতে মাছের ঘের তৈরি ও কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে নিয়ে যাওয়ার অভিযোগে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার বদলকোট ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আরও পড়ুন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইফুল ইসলাম খেয়াল-খুশিমতো অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান সরেজমিনে সত্যতা পেয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন এ সময় ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষি জমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে প্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
হাসিব আল আমিন/এআইএস