অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ
দাঁতভাঙা জবাব দিয়ে রাজপথ দখলে নিতে হবে : জাপার কো-চেয়ারম্যান
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, সামনে অনেক পথ পাড়ি দিতে হবে। অনেক কণ্টকাকীর্ণ পথসহ সব বাধা পদদলিত করে আমাদের এগিয়ে যেতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার যেভাবে বৈষম্যমূলকভাবে জাতীয় পার্টিকে কোণঠাসা করার জন্য যে অপচেষ্টা করছে, তার দাঁতভাঙা জবাব দিয়ে রাজপথ দখলে নিতে হবে।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন
সমাবেশে রংপুর মহানগর জাপার সভাপতি মোস্তফা বলেন, পরমতসহিষ্ণু রাজনীতির ধারক ও বাহক জাতীয় পার্টি। উন্নত ও আধুনিক বাংলাদেশের রূপকারও জাতীয় পার্টি। দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত রাজনীতির চর্চার চারণক্ষেত্র বানিয়েছিলেন জাপার প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। সুতরাং জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশ পুনর্গঠনের সুযোগ নেই।
যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন জাতীয় পার্টির প্রস্তুতি গ্রহণের সময়। আমাদের শপথ নেওয়ার দিন আজ। প্রতিটি ওয়ার্ড জাতীয় পার্টির দুর্গে পরিণত করতে হবে। আমাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর ভিত মজবুত করতে হবে। আগামী দিনে রাজপথ দখল করার জন্য সামনের কাতারে থেকে আমরা নেতৃত্ব দেব। জাতীয় পার্টিকে ঘিরে যে কোনো চক্রান্তকে রুখে দেওয়ার জন্য রংপুরের মানুষকে ঘুরে দাঁড়াতে হবে। আগামী দিনের আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাজী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে বিকেল ৪টায় নগরীর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন শেষে দোয়া মোনাজাত করেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসএ