পঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ১১ শিক্ষক। 

বুধবার (১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াছমিন আরা বলেন, জেলা কমিটির সুপারিশ ছাড়া উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। যা গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থি। অনুমোদনকৃত কমিটি গঠনের ক্ষেত্রে সদর উপজেলার কোনো শিক্ষককে না জানিয়ে ও কোনো সভার আহ্বান না করে এ কমিটি গঠন করা হয়। বিগত স্বৈরাচার সরকারের আমলে সুবিধা গ্রহণকারী কিছু শিক্ষক কমিটিতে স্থান পেয়েছেন। যারা বিগত সরকারের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দরদরিয়া পাড়া স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, চিকনমাটি স্কুলের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম, মালিপাড়া সরকারি স্কুলের মিজানুর রহমান, বারোপাটিয়া স্কুলের ইসমাইল হোসেন, কাজীপাড়া স্কুলের সহকারী শিক্ষক কাজী আওলাদ হোসেন, তুলারডাঙ্গা স্কুলের আবু দাউদ, আব্দুস সাত্তার প্রমুখ।

প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা বলেন, শিক্ষকদের পদত্যাগের ঘটনা শুনেছি। আমরা কেন্দ্রীয় কমিটি থেকে পঞ্চগড়ে এসে বিষয়টি কীভাবে সমাধান করা যায় সে উদ্যোগ নেব।

এসকে দোয়েল/এমএসএ