বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক (বিশেষ দায়িত্বপ্রাপ্ত) আবু নাসের মো. ইয়াহিয়া শারমিন মারা গেছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ভূয়সী প্রশংসার মাধ্যমে শোকবার্তা পাঠান তারেক রহমান।

নিহত আবু নাসের মো. ইয়াহিয়া শারমিন কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ী এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য একেএম আবু তাহেরের ছোট ছেলে এবং একই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা। এ ছাড়া তিন বিশিষ্ট শিল্পপতি জাকারিয়া তাহের সুমনের ছোটভাই।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে-মেয়ে এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াহিয়া শারমিন দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে হঠাৎ তার বুকের ব্যথা শুরু হলে স্বজনরা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে বরুড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবরে ইয়াহিয়া শারমিনকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ।

আবু নাছের মো. ইয়াহিয়া শারমিন তার প্রয়াত বাবা একেএম আবু তাহেরের হাত ধরে ব্যবসা, সমাজসেবা, রাজনীতিতে সক্রিয় হন। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। তার জানাজার নামাজের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়।

আরিফ আজগর/এএমকে