দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান : মোংলায় শিক্ষার্থীদের বিক্ষোভ
বাগেরহাটের মোংলা শহরে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র উত্তেজনা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে শহরের পৌর মার্কেটসহ বিভিন্ন স্থানে এই স্লোগান দেখা যাওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুতই রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করে।
সাম্প্রতিক ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্থগিতাদেশের প্রেক্ষাপটে এই ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। স্থানীয় আন্দোলনমুখী ছাত্রসমাজ গ্রাফিতি ও চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের দাবি প্রকাশ করলেও ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনাকে তারা ষড়যন্ত্র হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
পরে পৌরসভার উদ্যোগে দুপুরে দেয়াল থেকে স্লোগানটি মুছে ফেলা হয়। এই ঘটনায় ছাত্রদল ও যুবদল প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং বক্তারা ‘ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড’ বন্ধের দাবি জানান।
প্রতিবাদ সভায় যুবদল নেতা সুমন মল্লিক বলেন, জয় বাংলা যারা কায়েম করতে চায়, তাদের জানিয়ে দিতে চাই—বাংলার মাটিতে তারা দাঁড়াতে পারবে না। তিনি স্বৈরাচারী সরকারের আমলে লোপাট হওয়া অর্থের তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা রাতের আঁধারে এই স্লোগান লিখেছে। তারা এ ঘটনাকে সরকারের দখলদারি মনোভাবের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
দেয়ালে ‘জয় বাংলা’ লেখার ঘটনায় শহরের সাধারণ মানুষের মধ্যেও ভিন্নমত দেখা গেছে। কেউ এটিকে আন্দোলনকারীদের বিপক্ষে ষড়যন্ত্র হিসেবে দেখছেন, আবার কেউ একে রাজনৈতিক পুনর্গঠনের বার্তা হিসেবে মনে করছেন।
কর্তৃপক্ষ এখনও তদন্ত শুরু করেনি, করলেও স্থানীয় জনগণ দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে, যাতে শহরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
শেখ আবু তালেব/এএমকে