রাজধানীর প্রবেশ মুখে তীব্র যানজট
রাজধানীর প্রবেশ মুখ মাতুয়াইল থেকে যাত্রাবাড়ী পর্যন্ত দীর্ঘ ৬ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে মহাসড়কের কাজলা, শনির আখড়া, রায়েরবাগ হয়ে মাতুয়াইল মেডিকেল এলাকা পর্যন্ত এ যানজট ছড়িয়ে পড়ে। এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রাবাড়ী, সায়দাবাদ, গুলিস্তানসহ আশেপাশের বিভিন্ন এলাকাতেও যানজটের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
সকাল ৯টা থেকে দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ঘণ্টার তীব্র এই যানজটে ভোগান্তিতে পড়েছে গাড়িচালক ও যাত্রীরা। সাইনবোর্ড থেকে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে গুলিস্তান চলাচল করা গাড়ির সঙ্কট থাকায়, শনির আখড়া ও কাজলা এলাকায় বিপুলসংখ্যক যাত্রী দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এতে অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যের দিকে যাচ্ছে।
যানজটের বিষয়ে ডেমরা জোনের ট্রাফিক ইনচার্জ ইমরান খান ঢাকা পোস্টকে বলেন, সকালে রাজধানী টিটি পাড়াতে একটি গ্লাস বোঝাই ট্রাকের এক্সেল খুলে পড়ে যায়। ফলে সায়দাবাদ থেকে টিটি পাড়ার দিকে কোনো গাড়ি যেতে পারছে না।
তিনি আরও বলেন, সকাল ৯টায় মেয়র হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড়ের দিকের লেনে আরেকটি গাড়ি বিকল হয়ে পড়ে। এখন যানজটের কারণে বিকল গাড়িগুলো অপসারণ করাও কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ। এছাড়া যে গাড়িটির এক্সেল ভেঙে গিয়েছে সেটা রিপেয়ার না করা পর্যন্ত রেকার দিয়ে অপসারণ করা সম্ভব না।
এদিকে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য দিন যানজট লাগলেও গাড়ি ধীর গতিতে চলতো। তবে আজ গাড়ি সড়কে স্থির হয়ে আছে।
যাত্রীদের অনেকে বলেন, যে যেভাবে খুশি গাড়ি চালানোর কারণে যানজট লাগছে। ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। ফ্লাইওভার দিয়ে গুলিস্তানেও গাড়ি নামতে পারছে না। এতেই এই ভয়াবহ যানজট বলে মনে করছেন যাত্রীরা।
মেহেদী হাসান সৈকত/আরকে