শীতের সকালে উষ্ণতার কম্বল উপহার দিল জামায়াতে ইসলামী
শীতের তীব্রতার কারণে রংপুরসহ উত্তরের বিভিন্ন জেলা-উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের উদ্যোগে সিটি করপোরেশন এলাকার ১৯, ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে নগরীর জুম্মাপাড়া আল হেরা ইন্সটিটিউট মাঠে শতাধিক মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
২৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল মজিদ মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া।
আরও পড়ুন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, প্রচার-মিডিয়া বিষয়ক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওসার আলী প্রমুখ।
শীত নিবারণে কুয়াশামাখা সকালে উষ্ণতার কম্বল পেয়ে খুশি অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধী শীতার্ত মানুষেরা। তারা জামায়াতে ইসলামীর এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।
ফরহাদুজ্জামান ফারুক/এআইএস