ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকীকে (৫৩) হত্যাচেষ্টার ঘটনায় রিপন শেখ  (৪৩) ও সোহাগ মোল্লা (৩৩) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।  

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদের কাছে এ ঘটনা ঘটে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সোমবার সন্ধ্যায় মসজিদ থেকে বের হওয়ার সময় ৫/৬ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। তার চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে রেজাউল করিম নামের এক লোক আহত হন।

ওসি আরো জানান, এ ঘটনায় রিপন শেখ ও সোহাগ মোল্লাকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার পরেই কয়েকজন আমাকে ঘিরে হামলার চেষ্টা করে। হামলাকারীরা প্রথমে মাফলার দিয়ে আমার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। আমি সরে গেলে হামলাকারীরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করে। এসময় মসজিদের অন্য মুসল্লিদের চেষ্টায় আমি রক্ষা পাই। 

জহির হোসেন/আরকে