বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের নির্বাচনে মো. জলিলুর রহমান (আমার দেশ) সভাপতি ও মো. জসিম উদ্দিন (মানবকণ্ঠ ও চ্যানেল এস) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান হিরন (সকালের সময়)। এ ছাড়া অন্য পদের প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে ২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোটগ্রহণ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ওই তিন পদের ভোট গ্রহণ করা হয়, অন্যসব পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাউফলের ইউএনও (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডু।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ) সহসভাপতি, ফারুক হোসেন (গণদাবী) কোষাধ্যক্ষ, পিয়াল হাসান (সময়ের কণ্ঠস্বর) দপ্তর সম্পাদক, নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব) ক্রীড়া সম্পাদক, উত্তম কুমার (বিজয় টিভি) প্রচার ও প্রকাশনা সম্পাদক, মনজুর মোর্শেদ (দ্যা নিউ ন্যাশন) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামন বাচ্চু (জনকণ্ঠ), এবিএম মিজানুর রহমান (প্রথম আলো), কামরুল হাসান (যায়যায় দিন), আবু সুফিয়ান (দৈনিক সংগ্রাম)। বাউফল প্রেসক্লাবের মোট ৪৪ জন সদস্য নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আরিফুল ইসলাম সাগর/এএমকে