বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা শাখার বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসানের নির্দেশনায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

নতুন প্রস্তুতি কমিটির সদস্যরা হলেন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আশিক শিশির, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম ইউসুফ।

ইব্রাহিম খলিল/এএমকে